কলকাতা: অ্যাজমা, গ্লকোমা, থ্যালাসেমিয়া, যক্ষ্মা এবং মানসিক অসুস্থতার ওষুধ-সহ আটটি অত্যাবশ্যকীয় ওষুধের দাম ৫০ শতাংশেরও বেশি বৃদ্ধির অনুমোদন দিয়েছে কেন্দ্র। এই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কেন্দ্রের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, ওষুধের এই আকস্মিক মূল্যবৃদ্ধি দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের এবং তাঁদের পরিবারের উপর ব্যাপক প্রভাব ফেলবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি সত্ত্বেও জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের কাছে বড় ধাক্কা হয়ে দাঁড়াবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রসঙ্গও উল্লেখ করে জানিয়েছেন, রাজ্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে, এবং ওষুধের এই বৃদ্ধি রাজ্যের আর্থিক বোঝা আরও বাড়াবে। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, “এতে রাজ্য এবং গোটা দেশে সুলভ স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি হবে।”
চিঠির শেষে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর দফতরকে জনস্বার্থে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রককে নির্দেশ দেওয়ার অনুরোধ জানান।