প্রথম পাতা খবর ‘শীতলকুচি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লাশের রাজনীতি করছেন’, অভিযোগ জয়প্রকাশ মজুমদারের

‘শীতলকুচি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লাশের রাজনীতি করছেন’, অভিযোগ জয়প্রকাশ মজুমদারের

93 views
A+A-
Reset

ডেস্ক: শীতলকুচি কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লাশের রাজনীতি করার অভিযোগ তুলল বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের শীতলকুচি সফরে গিয়ে এ দিন বলেছেন, গুলি চালানোর পিছনে যারা প্রকৃত দোষী তাদের শাস্তি দেবেন। কিন্তু তিনি আদৌ ক্ষমতায় ফিরে আসবেন কিনা তা নিয়েই এ দিন প্রশ্ন তুলে দিয়েছে বিজেপি।


জয়প্রকাশ মজুমদার বলেন, ‘আনন্দ বর্মনের বাবা সকালেই পরিষ্কার বলে দিয়েছেন তাঁর ছেলে বিজেপি সমর্থক ছিলেন। তৃণমূলের গুন্ডারাই তাঁকে খুন করেছে। তার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে যাওয়ার প্রশ্ন নেই। সরকারি কোনও সাহায্যও চাই না আমাদের।’ 


এদিন কটাক্ষের সুরে জয়প্রকাশ মজুমদার বলেন, ক্ষমতায় আসার আগে নানা ঘটনায় সিবিআই তদন্ত দাবি করতেন মমতা। পাড়ার মোড়ে সাপ মরলেও সিবিআই সিবিআই করে চিৎকার করতেন। কিন্তু এখন ছবিটা আলাদা। এখন সিবিআই ওদের ডাকছে। ক্ষমতায় আসার পর মোট ১৩টি তদন্ত কমিশন গঠন করেছে তৃণমূল সরকার। তার জন্য খরচ হয়েছে কোটি কোটি টাকা। কিন্তু মাত্র ৩টি কমিশনের রিপোর্ট প্রকাশিত হয়েছে বিধানসভায়। 

তৃণমূল সুপ্রিমোকে নিশানায় নিয়ে পালটা চ্যালেঞ্জের সুরে জয়প্রকাশ বলেন, “শীতলকুচি নিয়ে তদন্ত হবেই হবে। তবে যখন বিজেপি ক্ষমতায় আসবে, তখন যারা মঞ্চের উপর থেকে উস্কানি দিয়েছিল, তাঁরাও সেই তদন্তের আওতায় আসবে। এটুকু আজ আমরা বলে দিতে চাই।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.