জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী। আজ পুরুলিয়ায় বেলা ১১টায় কর্মিসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে আগামী বছর পঞ্চায়েত নির্বাচন। তার আগে থেকেই বুথ স্তরে এবার নিজেদের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি করতে মাঠে নামল তৃণমূল কংগ্রেস। আর আজ, মঙ্গলবার বুথের কর্মীদের নিয়েই বৈঠক করবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ার শিমুলিয়া ময়দানে আজ হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। জেলার বিভিন্ন প্রান্তের বুথ স্তরীয় কর্মীরা যোগ দেবেন তাতে। আর এখান থেকেই পুরুলিয়া নিয়ে কী বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
পুরুলিয়ায় সভা শেষে আজই বাঁকুড়া রওনা হবেন মুখ্যমন্ত্রী। সেখানে রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠক করবেন। আগামীকাল বাঁকুড়ায় কর্মিসভায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।