Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
উচ্ছেদ আপাতত হবে না, এক মাস সময় দিলেন মুখ্যমন্ত্রী - NewsOnly24

উচ্ছেদ আপাতত হবে না, এক মাস সময় দিলেন মুখ্যমন্ত্রী

কলকাতা: রাজ্য জুড়ে উচ্ছেদের আবহেই ফের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার হকার এবং দখলদারি সংক্রান্ত বিষয়ে নবান্নের পর্যালোচনা সভায় জেলাশাসক, পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন তিনি। হকার উচ্ছেদ নিয়ে জানান, “এক মাস আপাতত উচ্ছেদ হবে না। আমরা সার্ভে করব। এক মাস সময় দিলাম।”

গত সোমবার রাজ্যের বিভিন্ন পুরসভা ও পুরনিগমের চেয়ারম্যান এবং মেয়রদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে বেআইনি দখলদারি থেকে ফুটপাথ জুড়ে হকার বসানো-সহ বিভিন্ন বিষয়ে ধমক দেন তিনি। তার পর থেকেই বেদখল হয়ে যাওয়া জমি দখলমুক্ত করতে তৎপর পুরসভাগুলি। রাজ্যের জায়গায় জায়গায় শুরু হয়েছে দখলদার উচ্ছেদ অভিযান। তা নিয়েই নতুন করে বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। এ দিন মমতা জানান, ‘‘হকারদের আমি এক মাস সময় দিচ্ছি। এক মাস আপাতত উচ্ছেদ হবে না। এর মধ্যে সব গোছাতে শুরু করুন। রাস্তা পরিষ্কার রাখতে হবে। আমাদের সার্ভে চালু থাকবে। আপনাদের কোথায় জায়গা দেওয়া যায়, তা সরকার দেখবে। গোডাউনের ব্যবস্থাও করবে। কিন্তু রাস্তা দখল করা যাবে না।’’

হকার জোন বিল্ডিং, হকার স্টল, আর বাজার করতে হবে জানিয়ে মমতা বলেন, “কাউকে বেকার করার অধিকার আমাদের নেই। তবে দ্রুত বিকল্প ব্যবস্থা করতে হবে। আমি চাই না কারও ব্যবসা বন্ধ হোক। কিন্তু বেশি সময় দেওয়া যাবে না।”

উল্লেখযোগ্য ভাবে মমতা এ দিন বলেন, মমতা বললেন, ‘‘হকারদের আমি ভালবাসি কেন জানেন? তার কারণ, রাস্তায় একটা দুর্ঘটনা ঘটলে আর সবাই মুখ ফিরিয়ে চলে গেলেও হকারেরা ছুটে আসেন। ওঁরা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। কোনও মেয়ের সঙ্গে দুর্ব্যবহার হলে প্রতিবাদ করেন। কিন্তু আমি যেটা করছি, সেটা ওঁদের বিরুদ্ধে নয়। কলকাতাকে সুন্দর করতে হবে। আপনারা সহযোগিতা করুন, সরকার আপনাদের সঙ্গে থাকবেন।’’

Related posts

‘পাল্টাবেন আপনারা’, মোদীর ‘বাংলায় সরকার’ পাল্টানোর স্লোগানের পাল্টা অভিষেক

বন্দে ভারত স্লিপার ও অমৃত ভারত ২ -এ শুধুই কনফার্ম টিকিট ভ্রমণ করা যাবে

গীতাপাঠের নামে কলেজে ৪০ হাজার টাকার চাঁদার বিল! টাকা দেওয়া যাবে না, নির্দেশ মন্ত্রী বিরবাহার,