২৯ ডিসেম্বর বোলপুরে রোড শো মমতা বন্দ্যোপাধ্যায়ের

ওয়েবডেস্ক : অমিত শাহের রুটেই বোলপুরে রোড শো করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২৯ ডিসেম্বর মঙ্গলবার চৌরাস্তা থেকে ডাকবাংলো পর্যন্ত ওই রোড শো হবে। উল্লেখ্য ওই রুটেই রোড শো করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এই রোড শোর আগের দিন অর্থাৎ ২৮ ডিসেম্বর বোলপুরেই একটি প্রশাসনিক বৈঠক করবেন তিনি।

দলনেত্রীর এই রোড শো নিয়ে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, ‘‘ওই দিন ডাকবাংলোর মাঠে আড়াই লক্ষ লোক জমায়েত হবে। বাইরের কোনো লোক নয় জেলার মানুষ নিয়েই আড়াই লক্ষ লোক জমায়েত করব। আমাদের তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ই সব। তিনিই অমিত শাহের পালটা উত্তর দেবেন।’’

আরও পড়ুন : কম সময়ে দুয়ারে সরকারে দারুণ সাড়া, জনমুখী প্রকল্পে বরাদ্দ বাড়ালেন মুখ্যমন্ত্রী

Related posts

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের