প্রথম পাতা খবর ভ্যাকসিন জালিয়াতিতে বিজেপি জড়িত থাকতে পারে বলে আশঙ্কা মমতার

ভ্যাকসিন জালিয়াতিতে বিজেপি জড়িত থাকতে পারে বলে আশঙ্কা মমতার

285 views
A+A-
Reset

ডেস্ক: ভুয়ো ভ্যাকসিনের ঘটনায় বিজেপি জড়িত থাকতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ‘এই সব কেসগুলো বিজেপির সাজানো নয় তারই বা প্রমাণ কোথায়?’ নবান্নে সাংবাদিক বৈঠকে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী।  তিনি বলেছেন, ভুয়ো ক্যাম্প করার পর সঙ্গে সঙ্গে ধরে নিয়েছি। এ ব্যাপারে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ তদন্তকারী দল গঠনও করা হয়েছে। 


তিনি বলেছেন, ‘ভুয়ো ক্যাম্প নিয়ে অনেকে বড়বড় কথা বলছেন, ফেক নিউজের  ব্যাপারে তাঁদের অবস্থান কী! তিনি বলেন,’ওটা বিচ্ছিন্ন ঘটনা। রাজ্য সরকার কোনওভাবেই জড়িত নয়। অভিযোগ আসার সঙ্গে সঙ্গে যে পদক্ষেপ করেছি তা আগে কেউ করার সাহস করেনি। বিভিন্ন এজেন্সিকে দিয়ে বিজেপি লোক সাজিয়ে বাংলাকে বদনাম করছে। যে কোনও একটা ছোট্ট ঘটনা ঘটলে টিল নয় কিল নয় ঢিল -একটা কিছু করে যাচ্ছে। টোটাল বোঝাপড়ার মাধ্যমে। উত্তরপ্রদেশে রোজ মারা যাচ্ছে হাথরস থেকে দিল্লিতে ক্যা ক্যা-র ঘটনা- কত লোক মারা গেছে। আজ পর্যন্ত কোনও বিচার হয়নি। আজকে একটা ভুয়ো শিবির করে বলে তোমরা চালাচ্ছ।


তিনি বলেছেন, এই সমাজে কিছু দুষ্টু লোক আছে, সরকারের লোগো ব্যবহার করে। সরকারের অনলাইন পরিষেবার মাধ্যমে আবেদন করবেন। ভ্যাকসিন নিয়ে যা হল, তা একটা বিচ্ছিন্ন ঘটনা। চোর-ডাকাতরা সবসময় ছবি তুলে রাখার চেষ্টা করে। অনেকে সেলফি তোলার চেষ্টা করে, বারণ করে দিই। তিনি আরও বলেছেন, বিজেপির অনেক ছবি আছে, আগামী দিনে বেরোবে। 

আরও পড়ুন: রাজ্যে দুটি ক্যানসার হাসপাতাল, স্টুডেন্টস ক্রেডিট কার্ড প্রকল্প চালু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়


মুখ্যমন্ত্রী বলেন, “আশপাশে বহু মানুষ ঘুরে বেড়ায়। কে বা কারা আশপাশে আসছে, সবসময় তাঁদের চেনা সম্ভব নয়। ছবি দিয়ে বিচার করা যায় না। ” এ কথা বলতে গিয়ে নিজের এক অভিজ্ঞতার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বলেন, “একবার বিমানে করে যাচ্ছিলাম। তিন নম্বর আসনে বসেছিলাম। দেখলাম ২০ নম্বর সিট থেকে জুম করে আমার ছবি তুলেছে। ফটোশপ করা যায় ছবি। যাঁরা প্রতারণা করতে চায় তাঁরা ছবি তুলে রাখে।”  তাঁর কথায়, “ভুয়ো টিকা কাণ্ড একটা বিচ্ছিন্ন ঘটনা। সরকারের কেউ এর সঙ্গে যুক্ত নয়।” 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.