কলকাতা: আলিপুরদুয়ারের জনসভা থেকে রাজ্য সরকারকে একের পর এক আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার জবাবে বৃহস্পতিবার দুপুরে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “উনি রাজনীতি করতে এসেছেন, দেশপ্রেম দেখাতে নয়।”
‘অপারেশন সিঁদুর’ নিয়ে মমতার কটাক্ষ, “এই নাম দেওয়া হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে। যখন সবাই দেশের পাশে, তখন উনি ভোটের প্রচারে এসেছেন বিভাজনের রাজনীতি করতে।”
উত্তরবঙ্গের জনসভা নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “অসম থেকে লোক আনতে হল কেন? উত্তরবঙ্গের মানুষ ওঁকে চিনে গিয়েছেন। বিশ্বাস নেই আর।”
গুজরাট-মধ্যপ্রদেশে চরের ঘটনা তুলে কেন্দ্রকে নিশানা করে বলেন, “আপনাদের রাজ্যে পাকিস্তানি চর ধরা পড়লে কিছু বলেন না। আর বাংলায় কোনও দুর্নীতি ধরা পড়লে সরকার পদক্ষেপ নেয়, সেটাকেই দেখান।”
মমতার আরও কটাক্ষ, “ট্রাম্প আপনাকে বন্ধু বলেন বলেই কি সব চুপ করে থাকেন? সেনাদের স্যালুট করতে এলে ভালো লাগত। সিকিমেও যাননি, ভয় পান নাকি?”
১০০ দিনের কাজ ও আবাস যোজনার টাকা বন্ধ হওয়া নিয়েও ফের অভিযোগ মুখ্যমন্ত্রীর, “চার বছর ধরে বাংলার টাকা আটকে রাখা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়ার চেষ্টা চলছে।”