ত্রিপুরায় রাজীব, মেঘালয়ে মানস, সব্যসাচীকে সংগঠন দেখার ভার দিলেন মমতা

কলকাতা: ত্রিপুরায় তৃণমূলের সংগঠন দেখার দায়িত্ব পেলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সেচমন্ত্রী মানস ভুঁইয়াকে দেওয়া হয়েছে মেঘালয়ের দায়িত্ব। সোমবার তৃণমূলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এই দায়িত্ব বণ্টন করেছেন।

জানা গিয়েছেন সবংয়ের বিধায়ক মানস ভুঁইয়াকে সাহায্য করার জন্য থাকবেন বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত।
প্রসঙ্গত বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ভোটের পর তিনি ফের জোড়াফুলে ফেরেন। ত্রিপুরাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলের পতাকা তুলে নেন। পুরভোটের সময় সেখানে তিনি প্রচারে অংশ নেন। সে রাজ্য ভোটে ভরাডুবির পরও তাঁকে ফের ত্রিপুরার দায়িত্ব দিল তৃণমূল।

বিধানসভা ভোটের আগে দলের শক্তিবৃদ্ধি করতে রাজীব বন্দ্যোপাধ্যায়কে ত্রিপুরা দায়িত্ব দিলেন মমতা বন্দ্যোপাধায়।

অন্য দিকে সবংয়ের বিধায়ক মানস ভুইঁয়াকে মেঘালয়ে দল গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর সঙ্গে থাকছেন বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। ঘটনাচক্রে তিনিও বিজেপি থেকে তৃণমূলের ফেরেন।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন