তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম জঙ্গলমহল সফরে যাচ্ছেন মমতা

ডেস্ক: তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম জঙ্গলমহল সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার দুপুর ২ টোয় ঝাড়গ্রাম স্টেডিয়াম বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর প্রশাসনিক বৈঠকও করতে পারেন তিনি।তার পাশাপাশি বেশ কিছু প্রকল্পের ঘোষণা করেন কিনা, তার দিকে তাকিয়ে রয়েছে জঙ্গলমহলের মানুষ। আর মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে করা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থাও।


আজ ডুমুরজলা স্টেডিয়াম থেকে কপ্টারে ঝাড়গ্রামে রওনা হবেন মমতা। ঝাড়গ্রাম রাজ কলেজের মাঠে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে তাঁর জন্য। সেখানেই অবতরণ করবেন তিনি।
আজ ঝাড়গ্রামের রাত্রি যাপন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কোভিড বিধি মেনে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে সীমিত সংখ্যাক অতিথিকে। স্রেফ উদ্বোধনই নয়, অনুষ্ঠান মঞ্চে আদিবাসীদের সম্প্রদায়ের কৃতী মানুষের সংবর্ধনাও দেবেন মুখ্যমন্ত্রী। 

আরও পড়ুন: ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেবাংশু, সুদীপ, জয়াদের


২০২১ নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে এসে বলেছিলেন, “জঙ্গলমহলের জন্য অনেক করেছি। আপনারা আমাদের পাশে থাকুন। উন্নয়ন আরও হবে।” ফল প্রকাশের পর দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে খালি হাতে ফেরান নি জঙ্গলমহলবাসী। ঝাড়গ্রাম জেলা ৪ বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর হওয়ার পর ঝাড়গ্রাম সফরে আজ মুখ্যমন্ত্রী। 

মঙ্গলবার ঘাটাল পরিদর্শনে যাচ্ছেন মমতা


রাজ্যে বন্যা পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। একে টানা বৃষ্টি, তারউপরে জল ছাড়ছে DVC। ফলে রাজ্যের একাধিক জেলা প্লাবিত। এখনও পর্যন্ত জলমগ্ন ঘাটালের বিস্তীর্ন এলাকা। এই বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতেই মঙ্গলবার ঘাটাল পরিদর্শনে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালও যেতে পারেন মুখ্যমন্ত্রী। আকাশপথে ঘুরে দেখতে পারেন বন্যা পরিস্থিতি। 

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক