আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিন দিনের সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার সফর করবেন তিনি। উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে নবান্নে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মমতা। দুপুর বারোটা নাগাদ নবান্নে মন্ত্রিসভার বৈঠক করবেন তিনি। তারপর রওনা হয়ে যাবেন বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশ্যে। রাতে তিনি থাকবেন মালঙ্গী ফরেস্ট লজে।
সূত্রের খবর আলিপুরদুয়ারের সভা থেকে প্রায় দেড়শো কোিট টাকার চোদ্দটি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। সেই সঙ্গে ষোলো কোটি টাকা মূ্ল্যের পানীয় জল প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।
মঙ্গলবার জলপাইগুড়িতে সভা রয়েছেন মমতার। মঙ্গলবার সুভাষিণী চ-বাগানে গণবিবাহের অনুষ্ঠনে যোগ দেবেন তিনি। সেই সঙ্গে প্রশসনিক বৈঠক করবেন মমতা।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে থেকেই জেলার সাংগঠনিক বিষয় নিয়ে নাড়াচাড়া শুরু করেছে শাসক দল। আগামী বছর পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ ধরে চা-বলয়ের মানুষের মন বুঝতে চাইছে শাসক দল। তাই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের আলিপুরদুয়ার সফর রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে এই উত্তরবঙ্গ সফরে।
উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে আলাদা রাজ্যের দাবিতে রীতিমত হুমকি দিয়ে বসলেন কেএলও প্রধান। তিনি আলাদা রাজ্যের দাবি জানিয়ে রক্তগঙ্গা বইয়ে দেয়ার হুমকি দিয়েছেন। ফের উত্তরবঙ্গে কামতাপুর রাজ্যের দাবি। মমতার সফরের আগেই কেএলও প্রধান জীবন সিং ভিডিও প্রকাশ করেছেন। তাতে দেখা কামতাপুর আলাদা রাজ্যের দাবিতে সরব হয়েছেন তিনি।