ডেস্ক: তিনি ৭ বারের সাংসদ, ৩ বারের মুখ্যমন্ত্রী। এখন আর সংসদীয় রাজনীতিতে নেই। কিন্তু অতীতে কয়েক দশক সাংসদ থেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দিল্লি যাওয়ার আগেই তৃণমূলের সংসদীয় কমিটির চেয়ারপার্সন ঘোষণা করা হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। শুক্রবার দিল্লিতে এক সাংবাদিক বৈঠক করে সুখেন্দুশেখর রায় ও ডেরেক ও’ব্রায়েন এই সিদ্ধান্তের কথা জানান। সংসদীয় কমিটির একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার দুই সাংসদ।
সাংবাদিক বৈঠকে রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ৭ বারের সাংসদ। তাঁর সংসদীয় রাজনীতির জ্ঞান অসীম। তাঁর সেই অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে। তাই সর্বসম্মতিক্রমেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের সংসদীয় কমিটির চেয়ারম্যান ঘোষণা করা হল।’
৭ বারের সাংসদ, ৩ বারের মুখ্যমন্ত্রী। সংসদীয় হোক বা পরিষদীয়, মমতার রাজনৈতিক অভিজ্ঞতার তুলনা করা যায়, এমন রাজনীতিবিদ এখন ভারতবর্ষে হাতেগোনা। ঠিক যে সময় তৃণমূল ক্রমশ জাতীয় রাজনীতিতে পা বাড়ানোর চেষ্টা করছে, তখন তৃণমূলের এই সিদ্ধান্তের রাজনৈতিক তাৎপর্য অনেকটাই।
২৬ জুলাই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। রাজধানী সফরে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দেখা করবেন জানিয়েছেন মমতা। ৩০ জুলাই মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার কথা রয়েছে। তার আগে ২৮ জুলাই প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাত্ হবে বাংলার মুখ্যমন্ত্রীর। তার আগে দলের সংসদীয় কমিটির চেয়ারপার্সনের দায়িত্ব তাঁর হাতে তুলে দিয়ে বাকি বিরোধী শিবিরগুলিকেও বড় বার্তা দিল তৃণমূল।