আজ হাসিমারায় এক গণ বিবাহের অনুষ্ঠান উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে পেয়ে আপ্লুত কোদাল বস্তির আদিবাসীরা। সেই অনুষ্ঠানে আদিবাসী ধামসা মাদলের তালে মহিলাদের সঙ্গে নাচে পা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার আলিপুরদুয়ারের হাসিমারার সুভাষিণী ময়দানে আদিবাসীদের গণবিবাহের অনুষ্ঠানে আসেন মুখ্যমন্ত্রী। একেবারে আদিবাসী ধাঁচেই পোশাক পরে আসেন। কথা বলেন পাত্র-পাত্রী এবং আদিবাসী সমাজের প্রতিনিধিদের সঙ্গে। কয়েকজনের হাতে উপহার তুলে দেন মুখ্যমন্ত্রী। তারপর মঞ্চে গিয়ে আদিবাসী মহিলাদের সঙ্গে পা মেলান। ধামসা, মাদলের তালে মুখ্যমন্ত্রী পা মেলানোয় মুগ্ধ হয়ে ওঠেন আদিবাসী সমাজের মানুষরা।
আরও পড়ুন :
ভারী বর্ষণে ভাসবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া জেনে নিন
ভবানীপুরে জোড়া খুনের ঘটনায় নিহত দম্পতির মেয়েকে ফোন মুখ্যমন্ত্রীর, দ্রুত তদন্তের আশ্বাস
ক্ষমতা থাকলে বুকে বন্দুক ঠেকা, রক্ত দিয়ে বাংলা ভাগ রুখব: মমতা