Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আজ থেকেই অ্যাকাউন্টে টাকা, কৃষকদের জন্য বড় পদক্ষেপ মমতার - NewsOnly24

আজ থেকেই অ্যাকাউন্টে টাকা, কৃষকদের জন্য বড় পদক্ষেপ মমতার

কলকাতা: কৃষকদের জন্য সুখবর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের কৃষকবন্ধু প্রকল্পের আওতায় রবি শস্যের জন্য ১ কোটি ৮ লক্ষ ৯৫ হাজার কৃষককে আর্থিক সহায়তা দেওয়া হবে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এই প্রকল্পে ২০২৪-২৫ অর্থবর্ষে মোট ২৯৪৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শুক্রবার থেকেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।

মুখ্যমন্ত্রী জানান, কৃষকবন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার ইতিমধ্যেই এই বছর ৫৮৫৯ কোটি টাকা আর্থিক সহায়তা করেছে। ২০১৯ সালে এই প্রকল্পের সূচনা হয় এবং তারপর থেকে মোট ২১ হাজার ১৩৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তিনি কেন্দ্রকে আক্রমণ করে বলেন, “এই প্রকল্পের পুরো অর্থ রাজ্য সরকার বহন করছে। কেন্দ্র কোনও আর্থিক সহায়তা করছে না।”

শস্য বিমার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, নভেম্বর পর্যন্ত বাংলার ১ কোটি ২ লক্ষ কৃষক এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। শস্য বিমার আওতায় মোট ৩ হাজার ২২১ কোটি টাকা আর্থিক সহায়তা করা হয়েছে। বন্যা, ঘূর্ণিঝড় ও দানার প্রভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের কথা মাথায় রেখে বিমার সময়সীমা সেপ্টেম্বর থেকে বাড়িয়ে নভেম্বর পর্যন্ত করা হয়েছে।

মুখ্যমন্ত্রী আরও জানান, নতুন করে ৬৫ লক্ষ কৃষক শস্য বিমা প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন। রাজ্যের জেলাগুলিতে কৃষকদের ক্ষয়ক্ষতির রিপোর্ট খতিয়ে দেখে ডিসেম্বরের মধ্যে যোগ্য কৃষকদের হাতে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে।

Related posts

ঘূর্ণাবর্তে আটকে শীত! কলকাতায় পারদ ১৮ ডিগ্রি, জেলায় কুয়াশার দাপট—জাঁকিয়ে শীতের অপেক্ষা দীর্ঘ

রাজ্যে শিক্ষক নিয়োগে গতি: প্রাথমিকের ১৩,৪২১ শূন্যপদে আবেদন শুরু, বছরে ৬২ হাজার নিয়োগের আশা

রাজভবনে অস্ত্র মজুতের অভিযোগ, তৃণমূল সাংসদ কল্যাণের বিরুদ্ধে ফৌজদারি মামলা, সর্বোচ্চ ৭ বছরের জেলের সম্ভাবনা