কলকাতা: রবিবার দুপুরে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি পরিদর্শনের জন্য বিমান ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের প্রতি আবারও অভিযোগ জানিয়ে তিনি বলেন, “বাংলার বন্যার কেউ খোঁজও নেয়নি।”
দক্ষিণবঙ্গের পাশাপাশি ভারী বৃষ্টির কারণে বিপর্যস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি আরও অবনতি হতে পারে, বিশেষ করে নেপালের নদী থেকে জল ছাড়ার কারণে। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ যাচ্ছেন পরিস্থিতি খতিয়ে দেখতে। তিনি কেন্দ্রকে দায়ী করে বলেন, বন্যার ক্ষতিপূরণ নিয়ে রাজ্যের সঙ্গে বঞ্চনা হচ্ছে।
এদিকে, প্রবল বৃষ্টির ফলে উত্তরবঙ্গের একাধিক নদীর জলস্তর বেড়েছে এবং কোথাও কোথাও পার উপচে জল রাস্তায় চলে এসেছে। দার্জিলিং ও কালিম্পংসহ পাহাড়ি এলাকাগুলোতে ধস নেমেছে, যার ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনকে একাধিক নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মমতা।
কেন্দ্রকে কাঠগড়ায় তুলে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘একটা টাকাও কেউ দেয়নি। কেউ খোঁজ নেয়নি।’’ উত্তরবঙ্গের এই ক্রমাবনতির পরিস্থিতিতে মমতার পদক্ষেপ ও কেন্দ্রের ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।