হেলিকপ্টার থেকে নামতে গিয়ে চোট, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মমতা

কলকাতা: মঙ্গলবার দুপুরে আবহাওয়া খারাপ থাকায় সেবক এয়ারবেসে জরুরিকালীন অবতরণ করেছিল মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। নামতে গিয়ে আজ চোট পান মুখ্যমন্ত্রী। কলকাতায় ফিরেই সোজা এসএসকেএম হাসপাতালে যান। জানা যায়, পা এবং কোমরে চোট পেয়েছেন তিনি।

সন্ধেয় হাসপাতালের তরফে এসএসকেএম এর অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁ হাঁটুর লিগামেন্টে আঘাত লেগেছে। চোট পেয়েছেন বাঁ দিকের হিপ জয়েন্টের লিগামেন্টেও।

হাসপাতালের তরফে মুখ্যমন্ত্রীকে উপদেশ দেওয়া হয়েছিল ভর্তির জন্য। কিন্তু তিনি জানিয়ে দেন, ভর্তি থাকবেন না। বাড়িতে থেকেই চিকিৎসা করাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, তাঁর থেরাপি করা হয়েছে। নিয়ন্ত্রিত হাঁটাচলার পরামর্শ দেওয়া হয়েছে।

হাসপাতাল থেকে বাড়ির পথে মুখ্যমন্ত্রী। ছবি: রাজীব বসু

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন