বিহারে ছট পুজোয় ফ্লাইটে ছাড়, অথচ উত্তরবঙ্গে ভাড়া তিনগুণ! বৈষম্যের অভিযোগে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গের মানুষ যখন বিপর্যস্ত, ঠিক সেই সময়ই বিমানভাড়া বেড়ে গিয়েছে আকাশছোঁয়া হারে। অথচ পাশের রাজ্য বিহারে ছট পুজোর মরসুমে বিমানভাড়ায় মিলছে ছাড়। এই বৈষম্য নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফেরার পর বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা বলেন, “খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। বিহারে ছট পুজো আছে বলে ফ্লাইট ভাড়ায় ছাড় দেওয়া হয়েছে— এতে আমি খুশি। কিন্তু একটা দুর্যোগের পরে বাগডোগরা থেকে যারা আসছেন তাঁদের ফ্লাইটের ভাড়া ১৮ হাজার করে দেওয়া হয়েছে কেন? যাঁরা সরাসরি ফ্লাইট পাচ্ছেন না, দিল্লি ঘুরে আসতে হচ্ছে তাঁদের ৪২ থেকে ৪৫ হাজার টাকা দিতে হচ্ছে! এটা কি বৈষম্য নয়?”

বিমানের ভাড়া তিনগুণ, পর্যটকেরা বিপাকে

উত্তরবঙ্গে ভয়াবহ বৃষ্টি ও ধসের জেরে রাস্তা ভেঙে যাওয়ায় বহু পর্যটক বাধ্য হয়েছেন বিমান ধরতে। সেই সুযোগে একাধিক এয়ারলাইন বাগডোগরা–কলকাতা রুটে ভাড়া বাড়িয়ে দিয়েছে প্রায় তিনগুণ।
সাধারণ সময়ে যেখানে ভাড়া ৫-৬ হাজার টাকার মধ্যে, সেখানে এখন তা ১৮ থেকে ২০ হাজার টাকায় পৌঁছে গিয়েছে।

মমতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিপর্যয়ের সময়ে মানুষের পাশে থাকা উচিত। ছট পুজোয় ছাড় দিলে ভালো কথা, কিন্তু উত্তরবঙ্গের মানুষ দুর্যোগে আছে— তাঁদের সঙ্গে এই আচরণ কেন? কেন্দ্রকে বলব, বিষয়টি দেখুন।”

Related posts

বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু! ৭ দিনের মধ্যে SIR-এর প্রস্তুতি শেষের নির্দেশ নির্বাচন কমিশনের

‘আমিও যাব, দেখি কার কত দম!. ’ত্রিপুরায় তৃণমূল প্রতিনিধিদলের উপর পুলিশি বাধায় হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ে

উৎসবের রেশে রাজ্যে শুরু ভোট প্রস্তুতি! বাংলায় নির্বাচন কমিশনের বিশেষ টিম, নজরে পূর্ব মেদিনীপুর-ঝাড়গ্রাম-বাঁকুড়া