বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ মমতার, উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও

আগামী ২৭ মার্চ, বৃহস্পতিবার, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অক্সফোর্ডের কেলগ কলেজের আমন্ত্রণে তিনি এই ভাষণ প্রদান করবেন, যার মূল বিষয়বস্তু হবে সামাজিক উন্নয়ন।

জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সামাজিক উন্নয়নের মডেল সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেছেন। এই ভাষণ শুনতে ভারতের একটি প্রতিনিধিদল অক্সফোর্ডে উপস্থিত থাকবে, যার মধ্যে রয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক ও শিল্পপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

চার দিনের সফরে শনিবার কলকাতা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। রবিবার তিনি লন্ডনে পৌঁছান এবং বাকিংহাম প্যালেসের কাছে সেন্ট জেমস কোর্ট হোটেলে অবস্থান করছেন। সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ, মুখ্যমন্ত্রীর দপ্তরের বিশেষ সচিব গৌতম সান্যাল, শিল্প সচিব বন্দনা যাদব, নিরাপত্তা পরিচালক পীযূষ পাণ্ডে এবং অন্যান্য কর্মকর্তারা।

সোমবার সকালে লন্ডনের রাস্তায় প্রাতঃভ্রমণে বের হন মমতা। বিকেলে তিনি ভারতীয় হাই কমিশনে একটি বৈঠকে যোগ দেবেন। মঙ্গলবার শিল্পপতিদের সঙ্গে বৈঠক এবং বুধবার সরকারি স্তরের আলোচনার পর বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ প্রদান করবেন তিনি।

ওয়াকিবহাল মহলের মতে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের অক্সফোর্ডে উপস্থিতি মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন। সম্প্রতি বাংলার শিল্প ক্ষেত্রে সৌরভের সক্রিয় অংশগ্রহণ এবং রাজ্যের বিভিন্ন এলাকায় কারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে তাঁর উদ্যোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ককে আরও দৃঢ় করেছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক