প্লাবিত এলাকায় মানুষের পাশে দাঁড়াতে মঙ্গলবার আরামবাগে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কামারপুকুরে একটি ত্রাণ শিবিরে গিয়ে দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের দুর্দশার কথা শুনে সহানুভূতি জানান এবং প্রশাসনের আধিকারিকদের দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।
এরপর মুখ্যমন্ত্রী নিজে হাতে দুর্গতদের পাতে খিচুড়ি পরিবেশন করেন। তাঁর এই মানবিক ভূমিকা আবেগ ছড়ায় ত্রাণ শিবিরে। মুখ্যমন্ত্রী জানান, যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন রাজ্য সরকার পাশে থাকবে।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে আরামবাগ মহকুমার বিভিন্ন রাস্তাঘাট বৃষ্টির জেরে কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। বহু এলাকায় স্থানীয় মানুষ রাস্তা সারাইয়ের দাবিতে আন্দোলনে নেমেছিলেন।