কলকাতা: আজ, বৃহস্পতিবার ছট পুজোর অনুষ্ঠানে গঙ্গার ঘাট পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতার মেয়র এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বিধানসভা কেন্দ্র কলকাতা বন্দর এলাকার দইঘাট এবং তক্তাঘাটে এই পরিদর্শন করবেন তিনি। বিকেল ৩টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত থাকবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
প্রায় প্রতি বছরই মুখ্যমন্ত্রী ছট পুজোর সময় ঘাট পরিদর্শনে যান, এবং এ বছরও তার ব্যতিক্রম হচ্ছে না। মন্ত্রী ফিরহাদ হাকিমও তাঁর সঙ্গে থাকবেন।