ছট পুজোর অনুষ্ঠানে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ছটপুজো। প্রতীকী সংগৃহীত ছবি

কলকাতা: আজ, বৃহস্পতিবার ছট পুজোর অনুষ্ঠানে গঙ্গার ঘাট পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতার মেয়র এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বিধানসভা কেন্দ্র কলকাতা বন্দর এলাকার দইঘাট এবং তক্তাঘাটে এই পরিদর্শন করবেন তিনি। বিকেল ৩টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত থাকবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

প্রায় প্রতি বছরই মুখ্যমন্ত্রী ছট পুজোর সময় ঘাট পরিদর্শনে যান, এবং এ বছরও তার ব্যতিক্রম হচ্ছে না। মন্ত্রী ফিরহাদ হাকিমও তাঁর সঙ্গে থাকবেন।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে