ডেস্ক: রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করতে রাজভবনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে রাজ্য বাজেট এবং বিধান পরিষদ গঠন নিয়েই মূলত জগদীপ ধনকড়ের সঙ্গে আলোচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ নবান্ন থেকে বের হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই হঠাৎ করে চলে যান রাজভবনের উদ্দেশে। সেখানে রাজ্যপালের সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি।
সূত্রের খবর, রাজ্যে বিধান পরিষদ তৈরি করতে চেয়ে রাজ্য সরকার যেহেতু সক্রিয়তা দেখাচ্ছে, ফলে সেই বিষয় নিয়েই আলোচনা হতে পারে দু’জনের মধ্যে। সূত্রের খবর, ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গেও রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সামনে মুখ খুলতে পারেন। এছাড়াও বিধানসভায় মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান করার প্রতিবাদে গতকালই রাজভবনে গিয়ে নালিশ জানিয়ে এসেছিলেন শুভেন্দু অধিকারীরা। সেই নিয়েও মমতা ধনকড়ের আলোচনার সম্ভাবনা থাকছে।
আরও পড়ুন: অধীর চৌধুরীকে তোপ দেগে কড়া চিঠি দিয়ে পদত্যাগ সোমেন পুত্র রোহনের
জগদীপ ধনখড় রাজ্যের সাংবিধানিক প্রধান রূপে দায়িত্ব নেওয়ার পর রাজভবন ও রাজ্য সরকারের সম্পর্ক একপ্রকার তলানিতে ঠেকেছে। তবে সমগ্র বিতর্কে নতুন অধ্যায় যুক্ত হয় যখন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের বিরুদ্ধে জৈন হাওয়ালা মামলায় জড়িত থাকার অভিযোগ তোলেন। রাজ্যপালও অবশ্য সমস্ত অভিযোগ নস্যাৎ করে দেন। তবে লক্ষ্যণীয় ভাবে।