গোর্খা বিষয়ক আলোচনায় কেন্দ্রের নিয়োগে ক্ষোভ মমতার, সরাসরি চিঠি প্রধানমন্ত্রীর উদ্দেশে

দার্জিলিং, তরাই এবং ডুয়ার্সের গোর্খাদের নানাবিধ বিষয় নিয়ে আলোচনা ও সমাধানের উদ্দেশ্যে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ কুমার সিংহকে কেন্দ্রীয় সরকারের নিযুক্তির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে জানিয়েছেন, এই সিদ্ধান্ত দেখে তিনি “বিস্মিত ও স্তম্ভিত”।

চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, রাজ্য সরকারের সঙ্গে কোনও রকম আলোচনা ছাড়াই এই পদক্ষেপ সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। তিনি লিখেছেন, “উত্তরবঙ্গ এবং গোর্খাদের বিষয়টি রাজ্যের প্রশাসন ও শান্তির সঙ্গে গভীরভাবে যুক্ত। সমান্তরালভাবে কেন্দ্রীয় সরকারের এই ধরনের হস্তক্ষেপ কাম্য নয়।”

মমতা চিঠিতে আরও স্মরণ করিয়ে দেন, ২০১১ সালে কেন্দ্র, রাজ্য এবং গোর্খা জনমুক্তি মোর্চার মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তির ভিত্তিতেই গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) গঠিত হয়, যা রাজ্য সরকারের অধীনে স্বশাসিত সংস্থা হিসাবে পাহাড়ের উন্নয়ন, শিক্ষা, পরিকাঠামো ও সামাজিক ক্ষেত্রের উন্নয়নে কাজ করছে।

অন্যদিকে, যাঁকে নিয়োগ করেছে কেন্দ্র, সেই অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ কুমার সিংহ জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ হিসাবে খ্যাত। তিনি দেশের উপমুখ্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদেও ছিলেন। জম্মু-কাশ্মীর ও উত্তর-পূর্বের একাধিক রাজ্যে জাতিগত অশান্তি নিয়ন্ত্রণে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

তবে মমতার এই পদক্ষেপে স্পষ্ট, উত্তরবঙ্গের সংবেদনশীল পাহাড়ি রাজনীতি নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে নতুন করে মতবিরোধ তৈরি হতে পারে।

Related posts

প্রয়াত পরিচালক গৌতম ঘোষের স্ত্রী নীলাঞ্জনা ঘোষ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

ধনতেরাসের আগে ফের চমক! সোনার দাম ছাড়াল ১ লক্ষ ৩০ হাজার, রুপোয় সামান্য স্বস্তি

কালীপুজোয় বিশেষ মেট্রো পরিষেবা, রাতে বাড়ছে শেষ ট্রেনের সময়