‘চক্রান্ত’ করে ৪-৫ জন ধাক্কা মারে, গুরুতর চোট পেলেন মমতা, কলকাতায় আনা হচ্ছে তৃণমূলনেত্রীকে

ডেস্ক: নন্দীগ্রামে গিয়ে চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন রেয়াপাড়ার মন্দির থেকে বেরোনর সময় গুরুতর পায়ে চোট পান তিনি। কলকাতায় আনা হচ্ছে তৃণমূলনেত্রীকে। আজ নন্দীগ্রামে থাকার কথা ছিল মমতার। তাঁর অভিযোগ, চক্রান্ত করে ধাক্কা মারে চার-পাঁচজন। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বড়সড় প্রশ্নচিহ্ন উঠল। 

আরও পড়ুনঃ ‘আমি নন্দীগ্রামের মানুষকে সেলুট করি, নন্দীগ্রামের আর এক নাম সংগ্রাম’: মমতা

তৃণমূলনেত্রীর চাঞ্চল্যকর অভিযোগ, চক্রান্ত করেই তাঁকে ধাক্কা মারা হয়েছে। বলেছেন, এটা অবশ্যই চক্রান্ত। ইচ্ছাকৃতভাবে মারা হয়। তিনি বলেন, চার-পাঁচজন তাঁকে ঘিরে ধরেন। তাঁর গাড়ি ঘেষে দাঁড়ান।পা পুরো ফুলে গিয়েছে। অনেক মানুষ ছিলেন। কিন্তু তাঁরা করেননি। আমার বুকে ব্যথা হচ্ছে।’ মমতা আরও দাবি করেন, সেই সময় এসপি ছিলেন না। ছিল না পুলিশও। নির্বাচন কমিশনে জানাব।’ 

Related posts

বিজয়ের সভায় পদপিষ্টে মৃত ৩৯, তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস