প্রথম পাতা খবর বিজয় দিবসের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান মমতার

বিজয় দিবসের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান মমতার

197 views
A+A-
Reset

কলকাতা: রেসকোর্সে মুক্তিযুদ্ধের সাহসিকতাকে শ্রদ্ধা জানালেন বিজয় দিবস উদযাপনে মমতা বন্দ্যোপাধ্যায়। দৃপ্তকণ্ঠে ‘জয় বাংলা’ স্লোগানও দেন তিনি।

বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের কথা স্মরণ করে সোমবার মুখ্যমন্ত্রী বলেন, “আমার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। যখন আমি ক্লাস টু-থ্রিতে পড়ি, তখন তিনি মারা যান। কিন্তু প্রতিদিন তিনি আমায় বলতেন, কীভাবে ১৯৬৫-তে ইন্দো-চিন যুদ্ধে আমাদের সেনারা কাজ করেছিলেন। তাঁদের আত্মত্যাগের কথা। একইভাবে শুনতাম ‘৭১-এ পাকিস্তানের সঙ্গে যুদ্ধের কথা। বাংলাদেশের স্বাধীনতার কথা।”

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাহসিকতা বাঙালি জাতিসত্ত্বার প্রতীক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের স্মারক। মমতা লতা মঙ্গেশকরের গান “জো শহিদ হুয়ে হ্যায় উনকি জারা ইয়াদ করো কুরবানি” স্মরণ করেন এবং শহিদ সেনাদের আত্মত্যাগকে সম্মান জানান। তিনি বলেন, “আমরা বিজয় দিবসে স্মরণ করছি সেই শহিদদের যাঁরা বৃহত্তর কারণে জীবন দিয়েছেন, কিন্তু কখনও হারেননি।” বক্তব্যের শেষে তিনি বলেন, জয় হিন্দ জয় বাংলা।

প্রসঙ্গত, ২০২০ সালে বাংলাদেশ হাইকোর্ট ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করলেও, সাম্প্রতিক সময়ে সেই রায় খারিজ হওয়ার প্রসঙ্গও এদিন উঠে আসে। মমতার বক্তব্যে এই স্লোগানের ঐতিহাসিক গুরুত্ব এবং বাঙালির আত্মপরিচয়ের সঙ্গে তার গভীর সংযোগের কথা পুনরায় প্রাসঙ্গিক হয়ে ওঠে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.