এইচএমপি ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার বার্তা মমতার, নিশানায় ‘প্রাইভেট চক্র’

হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) নিয়ে আপাতত চিন্তার কোনও কারণ নেই বলে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার গঙ্গাসাগর থেকে কলকাতায় ফিরে তিনি বলেন, ‘‘ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কোনও বিপদের আশঙ্কা থাকলে সরকার নিজেই তা জানাবে।’’ একই সঙ্গে ‘প্রাইভেট চক্র’-এর ভয় দেখিয়ে অর্থ আদায়ের প্রবণতার বিরুদ্ধেও কড়া সতর্কবার্তা দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘‘কিছু প্রাইভেট চক্র সামান্য জ্বর হলেই রোগীদের ভয় দেখিয়ে দিচ্ছে এবং আকাশছোঁয়া বিল করছে।’’ তিনি রাজ্যের মানুষকে এই ধরনের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সম্প্রতি চিনে এইচএমপিভি সংক্রমণের ঘটনা বৃদ্ধি পাওয়ার পর থেকেই উদ্বেগ ছড়িয়েছে। ভারতে বেঙ্গালুরুর দুই শিশুর শরীরে এই ভাইরাসের সংক্রমণ প্রথম ধরা পড়ে। এছাড়া অমদাবাদ, মুম্বই, এবং তামিলনাড়ু থেকেও সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। মঙ্গলবার মহারাষ্ট্রে আরও দুই শিশুর এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মিলেছে।

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য সরকার ইতিমধ্যেই এই ভাইরাস এবং তার সংক্রমণ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করেছে। তিনি বলেন, ‘‘সরকারি নির্দেশিকা না মেনে কোনও ধরনের গুজবে কান দেবেন না।’’

এই ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে সতর্কতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি জনগণকে স্বাস্থ্য সংক্রান্ত যেকোনও সমস্যায় সরকারি চিকিৎসা পরিষেবার ওপর ভরসা রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন