Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
এইচএমপি ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার বার্তা মমতার, নিশানায় ‘প্রাইভেট চক্র’ - NewsOnly24

এইচএমপি ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার বার্তা মমতার, নিশানায় ‘প্রাইভেট চক্র’

হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) নিয়ে আপাতত চিন্তার কোনও কারণ নেই বলে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার গঙ্গাসাগর থেকে কলকাতায় ফিরে তিনি বলেন, ‘‘ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কোনও বিপদের আশঙ্কা থাকলে সরকার নিজেই তা জানাবে।’’ একই সঙ্গে ‘প্রাইভেট চক্র’-এর ভয় দেখিয়ে অর্থ আদায়ের প্রবণতার বিরুদ্ধেও কড়া সতর্কবার্তা দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘‘কিছু প্রাইভেট চক্র সামান্য জ্বর হলেই রোগীদের ভয় দেখিয়ে দিচ্ছে এবং আকাশছোঁয়া বিল করছে।’’ তিনি রাজ্যের মানুষকে এই ধরনের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সম্প্রতি চিনে এইচএমপিভি সংক্রমণের ঘটনা বৃদ্ধি পাওয়ার পর থেকেই উদ্বেগ ছড়িয়েছে। ভারতে বেঙ্গালুরুর দুই শিশুর শরীরে এই ভাইরাসের সংক্রমণ প্রথম ধরা পড়ে। এছাড়া অমদাবাদ, মুম্বই, এবং তামিলনাড়ু থেকেও সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। মঙ্গলবার মহারাষ্ট্রে আরও দুই শিশুর এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মিলেছে।

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য সরকার ইতিমধ্যেই এই ভাইরাস এবং তার সংক্রমণ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করেছে। তিনি বলেন, ‘‘সরকারি নির্দেশিকা না মেনে কোনও ধরনের গুজবে কান দেবেন না।’’

এই ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে সতর্কতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি জনগণকে স্বাস্থ্য সংক্রান্ত যেকোনও সমস্যায় সরকারি চিকিৎসা পরিষেবার ওপর ভরসা রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।

Related posts

সিঙ্গুরে মোদীর সভা ঘিরে জমি বিতর্ক, সম্মতি ছাড়াই ‘টাটার মাঠ’ ব্যবহারের অভিযোগ

শুনানিতে আর গ্রহণযোগ্য নয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, চিঠি দিয়ে জানাল কমিশন

আইপ্যাক কাণ্ডে সবপক্ষকে নোটিস সুপ্রিম কোর্টের, ২ সপ্তাহে জবাব তলব, ইডির বিরুদ্ধে FIR-এ স্থগিতাদেশ