আগামীকাল নন্দীগ্রামে সভা মমতার, ফের তিন দিনের জেলা সফরে মুখ‍্যমন্ত্রী

ওয়েবডেস্ক : আবারও জেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নন্দীগ্রাম দিয়েই আবারও তিনদিনের জেলা সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী। সোমবার দুপুরে নন্দীগ্রামের তেখালির মাঠে জনসভা করবেন তিনি। সভার প্রস্তুতি চলছে জোরকদমে।

সোমবার নন্দীগ্রামে তেখালির মাঠে জনসভা সেরে মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাবেন পুরুলিয়া।

১৯ তারিখ পুরুলিয়া শহরের হুটমুড়া হাইস্কুল ফুটবল ময়দানে দুপুর ১টা থেকে জনসভা করবেন। সভা শেষে ওইদিন রাতে মমতা থাকবেন সার্কিট হাউসে।

২০ তারিখ বেলগুমা পুলিশ লাইনে হেলিপ্যাড থেকে রওনা দেবেন কলকাতার উদ্দেশে।

আরও পড়ুন : ১৩০ আসনে লড়তে চায় কংগ্রেস, রাজি নয় বাম, আসন রফা অধরা

আপাতত মুখ‍্যমন্ত্রীর নন্দীগ্রামের সভার দিকেই নজর রাজনৈতিক মহলের।

একদিকে, তৃণমূল সরকারের উত্থানের কেন্দ্রস্থল, অন্যদিকে, এলাকার দাপুটে নেতা শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান – বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে ফের নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠছে নন্দীগ্রাম।

এই দিকটি মাথায় রেখেই সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেবেন বলে মনে কথছে রাজনৈতিক মহল।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক