ভিড়ের মেট্রোয় শ্লীলতাহানির অভিযোগ, যুবককে নামিয়ে দিলেন যাত্রীরা

কলকাতা: ভরা মেট্রোর কামরায় অফিস যাত্রীদের ভিড়। তিল ধারণের জায়গা নেই। হঠাৎ এক মহিলার চিৎকারে উত্তপ্ত হয়ে ওঠে রেক। মহিলার অভিযোগ, এক যুবক ভিড়ের সুযোগ নিয়ে আপত্তিজনকভাবে তাঁর শরীর স্পর্শ করেছেন। শোভাবাজার সুতানটি ও শ্যামবাজার স্টেশনের মাঝে এই ঘটনা ঘটে।

যাত্রীরা প্রতিবাদ করে ওই যুবককে মেট্রো থেকে নামিয়ে দেন। নিজের পক্ষ সমর্থন করার মতো কোনও সঠিক যুক্তি দিতে পারেননি যুবক। তিনি বলেন, “হাত আমার ব্যাগের উপর ছিল। আপনাকে স্পর্শ করতে চাইনি।” তবে যাত্রীদের ক্ষোভ থামেনি। কয়েকটি চড়-থাপ্পড়ও খান যুবক।

এ বিষয়ে কোনও থানায় অভিযোগ দায়ের হয়েছে কি না, তা এখনও জানা যায়নি।

দমদম থেকে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা চালু থাকলেও, ট্রেনের সময়সূচিতে অনিয়ম দেখা দিয়েছে। সকালে ১৪ মিনিট এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ৭ মিনিট অন্তর মেট্রো চালানোর কথা থাকলেও, বাস্তবে সেই ব্যবধান রক্ষিত হচ্ছে না বলে অভিযোগ যাত্রীদের।

এই অনিয়মের ফলে ভিড় বাড়ছে, যা কিছু যাত্রীদের অসুবিধার পাশাপাশি নিরাপত্তার অভাবও তৈরি করছে। ভিড়ের সুযোগ নিয়ে এমন শ্লীলতাহানির ঘটনা ঘটছে বলে অভিযোগ করছেন যাত্রীরা। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন অনেকেই।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন