কলকাতা: খাস কলকাতায় ব্যবসায়ীকে অপহরণ। মুক্তিপণ চেয়ে ফোন এল বাড়িতে। তবে তিলজলা থানার পুলিশ ও লালবাজারের গুন্ডা দমন শাখা যৌথ উদ্যোগে উদ্ধার করে ব্যবসায়ীকে। পুলিশ তদন্তে নেমে মুকুন্দপুরের একটি হোটেল থেকে উদ্ধার করে তাঁকে। এই ঘটনায় গ্রেফতার ৮।
তিলজলার বাসিন্দা ওই ব্যবসায়ীর নাম মহম্মদ ইরফান। পুলিশ সূত্রে খবর, তিলজলার ওই ব্যবসায়ী নরেন্দ্রপুর এলাকায় একটি কল সেন্টার চালাতেন। কিছুদিন আগেই পুলিশ অভিযান চালিয়ে ওই কল সেন্টারটি বন্ধ করে দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই অপরহণকাণ্ডে যে আটজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের নাম বিবেক আগরওয়াল, আশুতোষ রায়, সুরজ কুমার সিং, রোহিত রায়, মহম্মদ আলকামা, আমন কুমার গুপ্তা, কুন্দন শ্রীবাস্তব ও ডেভিড।
ঘটনায় প্রকাশ, গত ২২ জুন তিলজলা থানায় একটি অপহরণের মামলা দায়ের করা হয়। অপহৃত ব্যবসায়ীর বাবার অভিযোগের ভিত্তিতে রুজু করা হয় মামলা। অভিযোগ, ওই ব্যবসায়ী ২১ জুন সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। কিন্তু ২২ জুন বিকেল পর্যন্ত তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। এরপর একটি অজানা নম্বর থেকে ফোন আসে এবং ১২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এমনকী টাকা না পেলে ওই ব্যক্তির প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এরপরেই তিলজলা থাকায় অভিযোগ দায়ের করেবন অপহৃত ব্যবসায়ীর বাবা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। গোপন সূত্রের খবর পেয়ে, মুকুন্দপুর এলাকার একটি হোটেল থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়।