কলকাতা: চাঁদনি চক মেট্রো স্টেশনে সোমবার ফের মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটল। বেলা ১২টা ১২ মিনিট নাগাদ দক্ষিণেশ্বরগামী মেট্রোর সামনে এক ব্যক্তি আচমকাই লাফিয়ে পড়েন। এর জেরে ব্লু লাইন (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ) মেট্রো পরিষেবা প্রায় দুই ঘণ্টা ধরে বিপর্যস্ত থাকে।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধারের জন্য তৎক্ষণাৎ স্টেশন খালি করা হয় এবং তৃতীয় লাইনের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয়। মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক রাকেশ কুমার জানিয়েছেন, “উদ্ধারের চেষ্টা চলছে। আপাতত কবি সুভাষ থেকে ময়দান এবং দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রয়েছে।”
দুপুর ২টা ২৪ মিনিট নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে দীর্ঘ সময় পরিষেবা বন্ধ থাকার ফলে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। স্টেশনগুলিতে যাত্রীদের ভিড় বেড়ে যায়। অনেকেই মেট্রো না পেয়ে সড়কপথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।
দক্ষিণেশ্বরগামী ট্রেন ময়দানে খালি করে দেওয়া হচ্ছিল, আর কবি সুভাষগামী মেট্রো গিরিশ পার্ক পর্যন্ত চলছিল। যাত্রীদের অভিযোগ, প্রথমে পরিষেবা বন্ধ হওয়ার কারণ জানানো হয়নি। অনেক পরে মেট্রো কর্তৃপক্ষ বিষয়টি পরিষ্কার করেন।
বারবার মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে মেট্রো কর্তৃপক্ষের। যাত্রী নিরাপত্তা আরও জোরদার করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা।