ঢাকুরিয়ায় মদের দোকানের লাইনে ঝামেলা, পিটিয়ে খুন

রবিবার কলকাতায় এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ। ইতিমধ্যেই প্রকাশ্যে ঘটনার সিসিটিভি ফুটেজ। ঘটনাস্থল দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া এলাকা। স্থানীয় সূত্রে খবর, মদের দোকানে ওই ব্যক্তিকে পিটিয়ে খুন করা হয়। নিহত ব্যক্তির নাম সুশান্ত মণ্ডল।

ঘটনায় প্রকাশ, একটি মদের দোকানে এক ক্রেতার সঙ্গে ঝগড়া শুরু হয় দোকানের কর্মীদের। আচমকা ওই ক্রেতাকে টেনে দোকানে ঢুকিয়ে কিল মারতে থাকেন এক কর্মী। মারের চোটে অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন ওই যুবক। পরে তাঁর মৃত্যু হয়।

এই ঘটনার পরপরই ঢাকুরিয়া মোড়ে শুরু হয় অবরোধ। উত্তেজিত জনতা ওই মদের দোকানে ভাঙচুর চালাতে শুরু করেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, রবীন্দ্র সরোবর থানা-সহ আশেপাশের আরও কয়েকটি থানার পুলিশ কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছান।

কলকাতা পুলিশের ডিসি এসইডি শুভঙ্কর ভট্টাচার্যের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। প্রদীপ দত্ত ওরফে টিঙ্কু এবং প্রসেনজিৎ বৈদ্য নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। টিঙ্কুর বিরুদ্ধেই মারধরের মূল অভিযোগ।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক