সংসদ ভবনের সামনে গায়ে আগুন দিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা, তদন্তে পুলিশ

দিল্লিতে সংসদ ভবনের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম জিতেন্দ্র এবং তিনি উত্তরপ্রদেশের বাগপতের বাসিন্দা। তাঁর শরীরের একটি বড় অংশ পুড়ে গিয়েছে। বর্তমানে তিনি সংকটজনক অবস্থায় রামমোহন লোহিয়া হাসপাতালে ভর্তি।

ঘটনাটি ঘটে সংসদ ভবনের সামনে একটি পার্কে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গায়ে আগুন লাগিয়ে যুবককে সংসদ ভবনের দিকে ছুটে যেতে দেখা যায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় এবং তাঁকে হাসপাতালে পাঠায়।

ঘটনাস্থল থেকে পেট্রল উদ্ধার করেছে পুলিশ। ফরেনসিক দলও ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশ জানায়, এটি ব্যক্তিগত কারণে ঘটতে পারে। তবে যুবকের আত্মহত্যার চেষ্টার প্রকৃত কারণ এখনও অস্পষ্ট।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন