কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এয়ারগান নিয়ে আটক এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে, মুখ্যমন্ত্রীর বাসভবনের গলির সামনে। ওই সময় মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের নজরে আসে, এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক। তাঁকে আটক করে তল্লাশি চালানো হয়।
ব্যাগ তল্লাশি করে উদ্ধার হয় একটি এয়ারগান ও কিছু গুলি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কালীঘাট থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যক্তিটিকে জিজ্ঞাসাবাদ শুরু করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম দেবাঞ্জন চট্টোপাধ্যায় (বয়স প্রায় ৫১)। তিনি সল্টলেকের সি এ ব্লকের বাসিন্দা এবং শহরের একটি নামী বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক।
তল্লাশি করে তাঁর কাছ থেকে পাওয়া যায় পরিচয়পত্র, যেখানে উল্লেখ রয়েছে তিনি শ্রীরামপুর রাইফেল ক্লাবের সদস্য।
জিজ্ঞাসাবাদের সময় দেবাঞ্জন জানান, তিনি নিয়মিত রাইফেল ক্লাবে শুটিং প্র্যাকটিস করেন, তাই তাঁর কাছে এয়ারগানটি বৈধভাবে রয়েছে। তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্যই কালীঘাটে গিয়েছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দেবাঞ্জনের সমস্ত পরিচয়পত্র ও ক্লাব সদস্যপদ যাচাই করে দেখা হয়েছে। কোনও অপরাধমূলক উদ্দেশ্যের প্রমাণ না মেলায় তাঁকে পরে ছেড়ে দেওয়া হয়েছে।
ঘটনাস্থল মুখ্যমন্ত্রীর বাসভবন সংলগ্ন এলাকা হওয়ায় সেটি একটি হাই সিকিউরিটি জোন। সর্বদাই প্রহরায় থাকেন সশস্ত্র পুলিশ ও নিরাপত্তা কর্মীরা। এই এলাকায় একজন সাধারণ ব্যক্তি অস্ত্র সদৃশ বস্তু নিয়ে প্রবেশ করায় স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয় নিরাপত্তা মহলে।
তবে তদন্তে জানা গিয়েছে, দেবাঞ্জনের সঙ্গে কোনও অপরাধমূলক উদ্দেশ্য যুক্ত ছিল না। ঘটনাটি আপাতত ভুল বোঝাবুঝি হিসেবেই দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, “তল্লাশি ও প্রাথমিক তদন্তে কোনও সন্দেহজনক তথ্য পাওয়া যায়নি। ব্যক্তির পরিচয় ও উদ্দেশ্য যাচাই করে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।”