কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাথমিক শিক্ষা পর্যদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য। সোমবার রাতে মানিককে লাগাতর জেরা করে ইডি। রাতভর চলে জিজ্ঞাসাবাদ। তদন্তে অসহযোগিতার অভিযোগে রাতেই গ্রেফতার করা হয় তাঁকে। ‘রক্ষাকবচ’ থাকা সত্ত্বেও মানিকের গ্রেফতারিতে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তাঁর আইনজীবী।
মানিকের আইনজীবীর দাবি, এই মামলায় শীর্ষ আদালত রক্ষাকবচ দিয়েছে তাঁর মক্কেলকে। সিবিআইকে বলা হয়েছে মানিককে গ্রেফতার করা যাবে না। তারই মধ্যেই কেন ইডি তাঁকে গ্রেফতার করল? একই মামলায় রক্ষাকবচের পরিধি কী হওয়া উচিত?
প্রসঙ্গত, প্রথমে টেট দুর্নীতিতে অভিযুক্ত মানিককে সিবিআই দফতরে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছিলেন, চাইলে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিককে গ্রেফতারও করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান মানিক। শীর্ষ আদালত তাঁকে রক্ষাকবচ দিলেও তদন্তে সহযোগিতার নির্দেশ দেয়। মানিককে গ্রেফতারের পর ইডি সূত্রে অবশ্য দাবি করা হয়েছে, তদন্তে অসহযোগিতার অভিযোগেই গ্রেফতার করা হয় তাঁকে।
আপডেট আসছে…