প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছিল না। সিবিআই গোয়েন্দারা তাঁর নামে লুক আউট নোটিস জারি করেছেন। তারপরেই বাড়ির বারান্দার হাজির হয়েও মানিক বাবু জানান দিয়েছেন, তিনি কোথাও যাননি। বাড়িতেই রয়েছেন। এবার শেষ পর্যন্ত বাড়ির বাইরে প্রকাশ্যে মানিক ভট্টাচার্য। মঙ্গলবার দুপুরে বিধানসভায় দেখা মিলল মানিক বাবুর। কমিটির বৈঠকে যোগ দেওয়ার জন্য এদিন দুপুরে বিধানসভায় এসেছেন তিনি।
মঙ্গলবার বিধানসভায় হাজির মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। স্ট্যান্ডিং কমিটির বৈঠকে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, “উচ্চ শিক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে এসেছিলাম। বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করতেই বিধানসভায় এসেছিলাম। ৩টি স্ট্যান্ডিং কমিটির কোনও বৈঠকেও অনুপস্থিত ছিলাম না। সভাপতির দায়িত্ব না থাকায় সেই নিরাপত্তা আর নেই। যে বিষয়ে আমার উপস্থিতির প্রয়োজন হয়েছে, সহযোগিতা করেছি।”
আরও পড়ুন: গোসাবা–মালদা বিস্ফোরণ, NIA তদন্ত? কেন্দ্রেই সিদ্ধান্ত নেবে, জানাল হাই কোর্ট