পদত্যাগ করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ, নয়াদিল্লি থেকে ফেরার পরই ইস্তফার ঘোষণা

মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ পদত্যাগ করলেন। রবিবার ইম্ফলে রাজ্যপাল অজয়কুমার ভল্লাকে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। এর আগে, নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পরই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি।

সূত্রের খবর, গত কিছুদিন ধরে দলের অভ্যন্তরীণ অসন্তোষ ও বিরোধী দলের চাপের মুখে ছিলেন বীরেন সিংহ। রবিবার সকালে দিল্লিতে অমিত শাহ ও বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি ও নাগা পিপল্‌স ফ্রন্ট (এনপিএফ)-এর ১৪ জন বিধায়ক। মাত্র ১৫ মিনিটের আলোচনার পর ইম্ফলে ফিরে পদত্যাগ করেন তিনি।

পদত্যাগপত্রে বীরেন সিংহ লেখেন, “মণিপুরের মানুষের সেবা করতে পেরে আমি গর্বিত। রাজ্যের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের সহায়তার প্রতি আমি কৃতজ্ঞ।”

বিশ্বস্ত সূত্রের খবর, মণিপুর বিধানসভায় অনাস্থা প্রস্তাব আনতে চলেছিল কংগ্রেস। সেই সঙ্গে বিজেপির একাংশও বীরেনের নেতৃত্বে অসন্তুষ্ট ছিল। ভোটাভুটির পরিস্থিতি তৈরি হলে তাঁর সরকার টিকবে না, এমন আশঙ্কা ছিল। এই পরিস্থিতিতে বিজেপির শীর্ষ নেতৃত্ব তাঁকে পদত্যাগের পরামর্শ দেয়। রবিবারের বৈঠকেই এই বার্তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় বলে জানা গেছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক