Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
মণিপুরে ফের হিংসার আগুন, একাধিক জেলায় কারফিউ ও ইন্টারনেট পরিষেবা বন্ধ - NewsOnly24

মণিপুরে ফের হিংসার আগুন, একাধিক জেলায় কারফিউ ও ইন্টারনেট পরিষেবা বন্ধ

ফের হিংসার আগুনে জ্বলছে মনিপুর। উত্তর-পূর্ব ভারতের এই গুরুত্বপূর্ণ রাজ্যে আবারও রক্ত ঝরছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকার পাঁচদিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের তরফে জানানো হয়েছে, ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। এছাড়াও পূর্ব ইম্ফল, পশ্চিম ইম্ফল ও থৌবাল জেলাগুলিতে কারফিউ জারি করা হয়েছে।

এবারের হিংসার ঘটনা কুকি সম্প্রদায়ের সন্দেহভাজন জঙ্গিদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে কেন্দ্র করে। জানা গিয়েছে, জঙ্গিরা ড্রোন এবং রকেট ব্যবহার করে রাজ্যজুড়ে আক্রমণ চালাচ্ছে। ইতিমধ্যে এই আক্রমণে বহু মানুষের মৃত্যু হয়েছে। বিশেষ করে জিরিবাম-সহ রাজ্যের একাধিক স্থানে ড্রোন এবং রকেট হামলার খবর পাওয়া গেছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-র প্রতিবেদন অনুযায়ী, মণিপুরের পরিস্থিতি অত্যন্ত নৃশংস আকার ধারণ করেছে। ইম্ফলের পশ্চিম অঞ্চলে গ্রামের পর গ্রাম জ্বলছে। ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। বাতাসে বারুদের গন্ধে বাতাবরণ ভারী হয়ে উঠেছে।

অন্যদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য প্রশাসনের তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। কারফিউ জারি করা হয়েছে, যাতে সাধারণ মানুষকে রক্ষা করা যায় এবং হিংসা আর না ছড়ায়। তবে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে, কারণ বিভিন্ন এলাকা থেকে সহিংসতার নতুন খবর আসছে।

এই মুহূর্তে মণিপুরে পরিস্থিতি শান্ত করার জন্য সরকারি উদ্যোগ অব্যাহত থাকলেও, হিংসার কারণে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

Related posts

যুবভারতী-কাণ্ডে ধৃত শতদ্রু দত্তের ১৪ দিনের পুলিশ হেফাজত, আদালত চত্বরে তীব্র উত্তেজনা

রেশন বরাদ্দে বদল: জানুয়ারি থেকে চাল কমে গম বাড়ছে, কেন্দ্রের সিদ্ধান্তে উদ্বেগ রাজ্যে

প্রতীক্ষার অবসান: আগামী সপ্তাহ থেকে বিমানবন্দর–শহিদ ক্ষুদিরাম সরাসরি মেট্রো পরিষেবা