বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাতে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পৈতৃক বাড়িতে হামলার চেষ্টা করে একদল জনতা। সংবাদ সংস্থা পিটিআই পুলিশের বক্তব্য উদ্ধৃত করে জানিয়েছে, ওই সময় নিরাপত্তা বাহিনী ভিড়কে ছত্রভঙ্গ করে দেয়।
এক পুলিশকর্তা জানিয়েছেন, ইম্ফলের হিঙ্গাং এলাকায় মুখ্যমন্ত্রীর পরিবারিক বাড়িতে হামলার চেষ্টা করা হয়েছিল। নিরাপত্তা বাহিনী বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে ভিড়কে থামায়। ওই বাড়িতে এখন কেউ থাকে না। তবে বাড়িটিকে কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) মণিপুরে আবারও নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জুলাই থেকে নিখোঁজ দুই ছাত্রের মৃতদেহের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। দুই যুবকের মৃত্যুর ঘটনায় মঙ্গলবার ও বুধবার (২৬-২৭ সেপ্টেম্বর) পড়ুয়ারা সহিংস বিক্ষোভ শুরু করে।
এর পর, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে জনতা ইম্ফল পশ্চিম জেলায় জেলা প্রশাসকের কার্যালয় ভাঙচুর করে এবং দুটি চার চাকার গাড়িতে আগুন ধরিয়েদেয়। আধিকারিকরা জানিয়েছেন যে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন।