নয়াদিল্লি: শুক্রবার সন্ধ্যায় দিল্লির তিহাড় জেল থেকে মুক্তি পেলেন আম আদমি পার্টি নেতা মনীশ সিসোদিয়া। সুপ্রিম কোর্ট আবগারি নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীকে জামিন দেওয়ার কয়েক ঘন্টা পরে তিনি ছাড়া পেলেন। শিক্ষা সহ দিল্লি সরকারের একাধিক দফতরের দায়িত্বে ছিলেন তিনি। তাঁকে স্বাগত জানান দলীয় সমর্থকরা। বৃষ্টির মধ্যে দাঁড়িয়েই দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা করেন তিনি।
জেলের বাইরে এসে তিনি বলেন, “আমি জেল থেকে বের হয়ে এসেছি আপনাদের ভালোবাসায়, ঈশ্বরের আশীর্বাদে এবং সত্যের শক্তিতে এবং সবচেয়ে বড় কথা, বাবাসাহেবের স্বপ্ন- যে কোনো স্বৈরাচারী সরকার ক্ষমতায় এসে স্বৈরাচারী আইন প্রণয়ন করে বিরোধী দলের নেতাদের কারাগারে ঠেলে দিলে, এই দেশের সংবিধান তাদের রক্ষা করবে…”।
তিনি আরও বলেন, “আমি আপনাকে আশ্বাস দিচ্ছি, সংবিধানের এই ক্ষমতা দিয়ে, (মুখ্যমন্ত্রী) অরবিন্দ কেজরিওয়ালও জেল থেকে বেরিয়ে আসবেন…”।
এরপর তিনি দিল্লির সিভিল লাইন এলাকায় অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনের দিকে রওনা দেন। বলে রাখা ভালো, জামিনের জন্য একাধিক বার আবেদন জানান সিসোদিয়া। অষ্টমবারে জামিন দেওয়া হয়েছিল তাঁকে। তবে গত বছর অসুস্থ স্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতিও দেওয়া হয়েছিল।