দমদম স্টেশনে পাওয়ার ব্লকের কারণে শনি ও রবিবার বাতিল থাকবে শিয়ালদহ ডিভিশনের বহু লোকাল ট্রেন

দমদম স্টেশনে ডাউন মেন লাইনে টানা সাত ঘণ্টার ট্রাফিক ও পাওয়ার ব্লকের কারণে বাতিল থাকবে বহু লোকাল ট্রেন। পূর্ব রেল জানিয়েছে, শনিবার (২১ জুন) রাত ১০টা ৫০ মিনিট থেকে রবিবার (২২ জুন) সকাল ৫টা ৫০ মিনিট পর্যন্ত এই ব্লক চলবে।

ফলে বনগাঁ ও ডানকুনি শাখায় বেশ কিছু ট্রেন বাতিল ও কিছু ট্রেনের সূচি ও রুট বদল করা হয়েছে।

শনিবার রাতে ২ জোড়া বনগাঁ লোকাল (আপ ও ডাউন), ২ জোড়া ডানকুনি লোকাল (আপ ও ডাউন) এবং ১ জোড়া শিয়ালদহ-বারুইপাড়া লোকাল বাতিল থাকবে।

রবিবার সকালে ৩ জোড়া ডানকুনি লোকাল, ২ জোড়া বনগাঁ লোকাল, ১ জোড়া শিয়ালদহ-হাসনাবাদ লোকাল, ১টি আপ শিয়ালদহ-বারাসত লোকাল, ১ জোড়া হাবড়া লোকাল (আপ ও ডাউন), ১ জোড়া নৈহাটি লোকাল, ১ জোড়া দত্তপুকুর লোকাল এবং ১ জোড়া কল্যাণী সীমান্ত লোকাল বাতিল থাকবে।

পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস ২.৫ ঘণ্টা দেরিতে ছাড়বে। ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেস ও দার্জিলিং মেল ডানকুনি-শিয়ালদহ রুটের বদলে ব্যান্ডেল-নৈহাটি-শিয়ালদহ রুটে চলবে।

রবিবার সকালে বনগাঁ-শিয়ালদহ লোকাল (৩৩৮১২) দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত আসবে এবং শিয়ালদহ-বনগাঁ লোকাল (৩৩৮১৫) দমদম ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক