মাস্কহীন যাত্রী, দূরত্ববিধি শিকেয় তুলে রাজ্যে ফের চালু লোকাল ট্রেন

ডেস্ক: রাজ্যে আজ থেকে চালু হল লোকাল ট্রেন। রবিবার সকাল থেকে ফের চেনা ছন্দে ফেরে প্রত্যেক স্টেশন। যাত্রীদের দাবি, ৫০ শতাংশ যাত্রীর ওঠার কথা থাকলেও বহু ক্ষেত্রে সে নিয়ম মানা হচ্ছে না। একাধিক লোকাল ট্রেনে সেই আগের মতো ভিড় নজরে পড়ে। ঠিক আগের মতো ঠাসা ভিড়ে যাতায়াত করতে দেখা গিয়েছে অনেককেই। 


প্রথম দিনই সোনারপুর স্টেশনে বাদুড়ঝোলা ভিড়। রবিবার হওয়া সত্ত্বেও আসন ফাঁকা নেই। কেউ কেউ দূরত্ববিধি না মেনেই বসে পড়েছেন ক্রস চিহ্ন দেওয়া আসনে। তাঁদের সাফাই, নির্দেশ যথাযথভাবে মানতে হলে সময়ে গন্তব্য পৌঁছতে সমস্যা হবে। লোকাল ট্রেন চালু হতেই বারাসাতে ফিরল পুরনো ছবি। রবিবার ছুটির দিনেও ডাউন বনগাঁ লোকাল ঢুকতেই দেখা গেল বাদুড়ঝোলা ভিড়। একই ছবি ডাউন হাসনাবাদ লোকালেও। কামরার ভিতরে থিকথিকে ভিড়।হাওড়া স্টেশনেও ধরা পড়ে ভিড়ের ছবি।

আরও পড়ুন: কংগ্রেসের কারণেই দিন দিন শক্তিশালী হচ্ছেন মোদী


যাত্রীদের একাংশের দাবি, সঠিকভাবে মানা হচ্ছে না কোভিডবিধিও। বেশিরভাগের মুখে মাস্ক (Mask) না থাকতেও দেখা গিয়েছে। তবে নিয়মভাঙার ব্যতিক্রমও রয়েছে। যাত্রীদের দাবি, কোনও কোনও স্টেশনে যথেষ্ট তৎপর আরপিএফ এবং জিআরপি। ভিড় ট্রেন থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক