ঝাড়খন্ড পুলিশের জালে গ্রেফতার মাওবাদী নেতা প্রশান্ত বসু

ডেস্ক: পুলিশের জালে সিপিআই (মাওবাদী) শীর্ষ নেতা প্রশান্ত বোস ওরফে ‘কিষানদা’। তাঁর স্ত্রী শীলা মারান্ডি-কেও গ্রেফতার করা হয়েছে একই সঙ্গে। চিকিৎসার জন্য তাঁরা জামসেদপুরে এসেছিলেন বলে জানা গিয়েছে। সেখানেই একটি বাড়ি থেকে তাঁদের দু’জনকে গ্রেফতার করা হয়। সরকারিভাবে ঝাড়খন্ড পুলিশের তরফে এই ‘গ্রেপ্তার’ বা ‘আটকের’ কথা স্বীকার করা হয়নি। কিষানজির মৃত্যুর পর মাওবাদী দমনে ‘কিষানদা’র ‘গ্রেপ্তার’ দেশের কাছে বড় সাফল্য বলেই মনে করছে ঝাড়খন্ড পুলিশ। 


যাদবপুরের বাসিন্দা প্রশান্ত বসু মাওবাদী সংগঠনের অন্যতম প্রবীণ নেতা। সিপিআই ও মাওবাদী সংযুক্তিকরণের সময় মিলিটারি কমিশনের প্রধান ছিলেন এই “কিষাণ দা”। একইসঙ্গে পূর্বাঞ্চলীয় রিজিওনাল কমিটির সম্পাদকও ছিলেন তিনি। 


দীর্ঘদিন ধরে অনেক রাজ্যের পুলিস খুঁজছিল প্রশান্তকে। বৃহস্পতিবার তাঁকে সস্ত্রীক গ্রেফতার করে ঝাড়খণ্ড পুলিস। বেশ কিছুদিন ধরে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা সহ একাধিক রাজ্যে পুরস্কার ঘোষণা করা ছিল কিষাণদার নামে। তাঁর বিরুদ্ধে ৫০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয় মহারাষ্ট্র এবং ছত্তীসগঢ়ে। ঝাড়খণ্ড পুলিস তাঁর মাথার দাম হিসেবে ১ কোটি টাকার পুরস্কার ঘোষণা করে। আত্মগোপন করা স্থান থেকে তাকে গ্রেফতার করা হয় শুক্রবার। লালগড় আন্দোলনেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক