ঝাড়গ্রাম বা পুরুলিয়ার মতো এক সময়ের মাওবাদী প্রভাবিত এলাকা নয়— খাস কলকাতার বুকে ‘মাওবাদী হুমকি’র অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল বড়বাজার এলাকায়।
সূত্রের খবর, ওল্ড চিনা বাজার স্ট্রিটের এক সোনার ব্যবসায়ীর কাছে ডাকপথে একটি চিঠি এসে পৌঁছায়। সেখানে এক ব্যক্তি নিজেকে মাওবাদী সংগঠনের সদস্য পরিচয় দিয়ে দাবি করেন, সংগঠনের তহবিলের জন্য ৫০ লক্ষ টাকা দিতে হবে।
চিঠিতে দাবি করা হয়েছে, টাকা গুপী ওরফে মুকুল নামে এক মাওবাদী সদস্যের কাছে পৌঁছে দিতে হবে। সেই সঙ্গে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার হাদিপুর কলোনির একটি ঠিকানাও উল্লেখ করা হয়েছে।
চিঠি হাতে পাওয়ার পরেই আতঙ্কিত ব্যবসায়ী বড়বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমেছে পুলিশ।
তবে গোটা ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। কলকাতার মতো এলাকায় সত্যিই কি মাওবাদীরা হুমকি দিতে পারে? নাকি কেউ পরিকল্পিতভাবে ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছে?
পুলিশ চিঠির সত্যতা, প্রেরকের পরিচয়, এবং উল্লিখিত ঠিকানার সূত্র ধরেই তদন্ত শুরু করেছে। প্রয়োজনে সাইবার ও ইন্টেলিজেন্স শাখার সাহায্য নেওয়া হবে বলে জানা গিয়েছে।