কলকাতা: রবিবার লক্ষ্মীপুজো। কোজাগরী পূর্ণিমায় ঘরে ঘরে ধনদেবীর আরাধনার প্রস্তুতি চলছে। বাজারে সবজি, ফুল-ফলের দাম বেশ চড়া। মা লক্ষ্মীর পুজোর আয়োজন করতে গিয়ে কার্যত কপালে ভাঁজ সাধারণ মানুষের।
ফুল, ফল, আনাজ, সবজি, পুজোর যাবতীয় উপাচারের দাম লাগামছাড়া। দু’বছর সবকিছুরই দাম অনেকটাই বেড়েছে। আসলে পেট্রলের দাম ক্রমশ বাড়তে থাকায় আনাজের মূল্যবৃদ্ধি হয়েছে। তাই বাজারের হাল দেখে কার্যত মাথায় হাত মধ্যবিত্ত গৃহস্থের। অন্যান্য বছরের থেকে এ বছর খরচ বেড়েছে প্রতিমা, পুরোহিত সব কিছুর। ফলে লক্ষ্মীপুজোর আয়োজন করতে গিয়ে নাজেহাল সাধারণ মানুষ।
ধন-সম্পত্তির অধিষ্ঠাত্রী দেবী তিনি। তাই তাঁকে খুশি করতে কোনও খামতি রাখছেন না আপামর বঙ্গবাসী। যে যাঁর সাধ্যমতো যতটুকু সম্ভব বাজার করছেন। লক্ষ্মীদেবীর ভোগে অনেকেই মাছ রাখেন, তাই মাছের বাজারেও ভিড় ছিল এদিন। ভিড় চোখে পড়েছে দশকর্মা ভাণ্ডারেও।
সংসারে লক্ষ্মীলাভের আশায় ঘরে লক্ষ্মীপুজো করেন গৃহস্থেরা। তবে এ বছর ঘরে লক্ষ্মীপুজো করতে গিয়ে পকেটে টান পড়ছে আম বাঙালির। কারণ একটাই, আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি। দুর্গাপুজোর মতোই ফুলের বাজারেও আগুন লক্ষ্মীপুজোয়। কলকাতার মল্লিকঘাট থেকে কোলাঘাটের দেউলিয়া ফুলবাজার, সব জায়গার ছবিটা আজ একইরকম।
আরও পড়ুন: “এসো মা লক্ষ্মী ,বসো ঘরে…”