প্রথম পাতা খবর জামাইষষ্ঠীতে অগ্নিমূল্য বাজার, শ্বশুর-শাশুড়িরা বাজারে গিয়ে খাচ্ছেন ছ্যাঁকা

জামাইষষ্ঠীতে অগ্নিমূল্য বাজার, শ্বশুর-শাশুড়িরা বাজারে গিয়ে খাচ্ছেন ছ্যাঁকা

379 views
A+A-
Reset

জামাইষষ্ঠীতে অগ্নিমূল্য বাজার। জামাইকে ভালো মন্দ খাওয়ানোর জন্য শ্বশুর, শাশুড়িরা বাজারে গিয়ে খাচ্ছেন ছ্যাঁকা। ইলিশ আর চিংড়ি তো ধরা ছোঁয়ার বাইরে। ফলের বাজারে সেঞ্চুরি করেছে আম ও লিচু। ৩০০ ছাড়িয়ে ৪০০-র পথে জাম।

ইলিশ
খোকা –১০০০ টাকা
৮০০ থেকে দেড় কিলো ওজনের– ১২০০-১৮০০ টাকা
দেড় কিলোর বেশি ওজনের –২০০০-২৫০০ টাকা
চিংড়ি
গলদা ৮০০-১০০০ টাকা
বাগদা -১০০০-১২০০ টাকা
রুই
গোটা ২৫০ টাকা
কাটা ৩০০ টাকা
কাতলা
গোটা ৩০০ টাকা
কাটা ৩৫০ টাকা
ভেটকি ৬০০ টাকা
পার্শে ৪০০-৬০০ টাকা
পাবদা ৫০০-৬০০ টাকা
চিতল ৮০০ টাকা
ট্যাংরা ৬০০-৮০০ টাকা

গোটা মুরগির মাংস প্রতি কিলো ১৪৫ থেকে ১৫৫ টাকায় বিকোচ্ছে, কাটা মুরগির মাংস প্রতিকিলো ২৩০ থেকে ২৫০ টাকায় বিকোচ্ছে। এদিকে খাসির মাংস প্রতি কিলোকে ৬৮০ থেকে ৭২০ টাকায় বিকোচ্ছে।

এদিকে অগ্নিমূল্য ফলের বাজারেও। হিমসাগর আম কিলোতে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ল্যাংড়া, গোলাপখাস বিক্রি হচ্ছে ১২০ টাকা প্রতি কিলো দরে। লিচু কিনতে হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। গোটা কাঁঠালের দাম ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে।

কলকাতার খুচরো বাজারগুলিতে জ্যোতি আলু বিকোচ্ছে ২৮ থেকে ৩০ টাকা প্রতি কেজি দরে। চন্দ্রমুখী আলু কিনতে হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা প্রতি কেজি দরে। এদিকে আদা প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা, পেঁয়াজ প্রতি কেজি ২০ থেকে ২৫ টাকা দরে বিকোচ্ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.