উত্তর কলকাতার শ্যামপুকুর থানা এলাকায় স্কুলের মধ্যেই এক নাবালিকা ছাত্রীকে নিগ্রহের অভিযোগ। পাঁচ বছরের ওই শিশুকন্যাটিকে লজেন্সের লোভ দেখিয়ে যৌন নির্যাতন করা হয় বলে দাবি। অভিযুক্ত এক রাজমিস্ত্রি। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মেয়েদের এই স্কুলে গত কয়েক দিন ধরে রাজমিস্ত্রিরা কাজ করছেন। অভিযোগ, মাঝেমধ্যেই শৌচাগারের পথে ছাত্রীদের ডেকে তাঁরা নিরিবিলিতে নিয়ে যাচ্ছেন। এক ছাত্রী বাড়িতে গিয়ে বাবা-মাকে সে কথা জানায়। তার বাবা-মা স্কুলে এসে খোঁজ নিয়ে এই ধরনের একাধিক ঘটনার কথা জানতে পারেন। তার পরেই অভিভাবকেরা একজোট হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্কুলের সামনে।
অভিযুক্ত রাজমিস্ত্রিকে জেরা করা হচ্ছে। অভিযোগ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিকে বৃহস্পতিবার শ্যামপুকুরের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাত পর্যন্ত স্কুলের সামনে বিক্ষোভ দেখিয়েছেন অভিভাবকরা।
পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন অভিভাবকদের কেউ কেউ। এখনও পর্যন্ত এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের কোনও বক্তব্য জানা যায়নি।