আফগানিস্তানের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, বাড়ছে মৃতের সংখ্যা

ডেস্ক: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান। কুন্দুজ প্রদেশের একটি মসজিদে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। বিস্ফোরণে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। জখমের সঙ্গে আরও বেশি।  একাধিক সংবাদমাধ্যম জানাচ্ছে, এই ঘটনাতে বহু মানুষ জখম হয়েছে। তাঁদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর।

আরও পড়ুন: লখিমপুরে রাহুল-প্রিয়াঙ্কার সফরের পরই খোঁচা দিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর


তালিবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বিস্ফোরণের পর জানিয়েছেনস কুন্দুজ় শহরের শিয়া মসজিদে এক বিস্ফোরণে অনেক মানুষ মারা গিয়েছেন। তবে হতাহতের সঠিক সংখ্যা তিনি এখনও পর্যন্ত জানাতে পারেননি।
এখনও পর্যন্ত কোনও সংগঠনই এই হামলার দায় স্বীকার করেনি। কিন্তু সম্প্রতি যে নাশকতাগুলি হয়েছে, সেগুলির দায় স্বীকার করতে দেখা গিয়েছে ইসলামিক স্টেট – খোরাসান গোষ্ঠীকে। নৃশংসতার জন্য কুখ্যাত এই জঙ্গিগোষ্ঠী তালিবানদের কট্টর বিরোধী।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে