কলকাতা: এসএন ব্যানার্জি রোডে শনিবার দুপুরে একটি প্রচণ্ড বিস্ফোরণ। কলকাতা পুলিশ জানিয়েছে, দুপুর দেড়টা নাগাদ বিস্ফোরণের ঘটনা ঘটে। দুপুর ১টা ৪৫ মিনিটে পুলিশকে বিষয়টি জানানো হয়। এক আবর্জনা সংগ্রহকারী ব্যক্তি বিস্ফোরণে আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, একটি সন্দেহজনক ব্যাগে হাত দেওয়ার পরই বিস্ফোরণ ঘটেছে। ওই ব্যক্তি ব্যাগ তুলতে গেলে বিস্ফোরণ হয়। আহত ব্যক্তিকে এনআর স হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর ডান হাতের কব্জিতে চোট লেগেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বম্ব স্কোয়াড। তবে তারা সেখানে কিছু পায়নি বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে তালতলা থানার পুলিশ। কী কারণে বিস্ফোরণ হল খতিয়ে দেখছে তারা।