156
কলকাতা: মানিকতলায় বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ঘিরে বিক্ষোভ। পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর সামনেই ধস্তাধস্তি। কল্যাণ চৌবেকে ধাক্কা, হাতাহাতি,ধস্তাধস্তির অভিযোগ। বিজেপির অভিযোগ তৃণমূলের দিকে। বুথের সামনে চেয়ারে বসে প্রতিবাদ বিজেপি প্রার্থীর। একালায় বিশাল পুলিশ বাহিনী। ঘটনা ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা।
আরও পড়ুন: সাত সকালে মহাজাতি সদনের সামনে বোমাবাজি
তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডে বলেন, তাঁর দলের মহিলা কাউন্সিলের গায়ে হাত তোলা হয়েছে। কল্যাণ বলেন, ৪০-৪২ জন এসে হামলা করেছে। আমি আক্রান্ত।
অন্যদিকে, মানিকতলার কাদাপাড়া শীতলামন্দির এলাকায় ভোটারদের হুমকি, মারধরের অভিযোগ বাহিনীর বিরুদ্ধে। গুরুতর আহত এক মহিলা।