ডোমজুড়ে রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা

হাওড়ার ডোমজুড়ের উত্তর ঝাপড়দহে একটি বেসরকারি রাসায়নিক কারখানায় সোমবার দুপুরে ভয়াবহ আগুন লাগে। বিকেল সাড়ে ৩টে নাগাদ শুরু হওয়া আগুনে গোটা এলাকা ঢেকে যায় ঘন কালো ধোঁয়ায়। আগুনের সঙ্গে সঙ্গে বিস্ফোরণের শব্দও শোনা যায়, উড়ে গিয়েছে কারখানার ছাদ।

ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। তবে আগুনের তীব্রতা এবং বিস্ফোরণের আতঙ্কে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। আশপাশের কয়েকটি কারখানাতেও আগুন ছড়িয়ে পড়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখছেন। কারখানার ভিতরে কেউ আটকে রয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, আগুন লাগার সময় কারখানাটি বন্ধ ছিল। ফলে বড়সড় প্রাণহানির আশঙ্কা এড়ানো গিয়েছে।

দাহ্য রাসায়নিক মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ৪ কিমি দূর থেকেও দেখা যাচ্ছে ধোঁয়ার কুণ্ডলী। পরিস্থিতি সামাল দিতে আনা হচ্ছে আরও দমকল ইঞ্জিন।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক