শহরে ফের আগুনের তাণ্ডব। শুক্রবার দুপুরে সল্টলেক সেক্টর ফাইভ-এর একটি ফ্লেক্স তৈরির রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। হঠাৎই কারখানা থেকে উত্সারিত দাউদাউ আগুন ও ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কিত আশেপাশের অফিস কর্মীরা। কারখানার আশেপাশে বেশ কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে, ফলে নিরাপত্তার খাতিরে এলাকা আংশিক খালি করে দেওয়া হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু।
এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লাগার আশঙ্কা করা হচ্ছে।
আপডেট আসছে…