255
ব্যারাকপুর: দোলের দুপুরে ব্যারাকপুরের মোহনপুর থানার সূর্যপুরে একটি গেঞ্জির কারখানার আগুন। দুপুর ৩টে নাগাদ বিধ্বংসী আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন।
জানা গিয়েছে, গেঞ্জি রং করার উপকরণ হিসেবে প্রচুর রাসায়নিক মজুত ছিল কারখানায়। সেখানেই বিধ্বংসী আগুন লাগে।
কিছু ক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। এর পর খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে।
দমকল বাহিনীর প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকে এই আগুন লেগেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি।